NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফারুকী উপদেষ্টা হওয়ায় যা লিখলেন প্রিন্স মাহমুদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ এএম

ফারুকী উপদেষ্টা হওয়ায় যা লিখলেন প্রিন্স মাহমুদ

১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরো দুজন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

তবে ফারুকীর উপদেষ্টা হওয়ার খবরটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভ কামনা জানাচ্ছেন এই পরিচালককে। সঙ্গে আছে সমালোচনাও।

এরই মধ্যে আজ অফিসও করেছেন এই চলচ্চিত্র নির্মাতা। ইতোমধ্যে বিভিন্ন নাট্যাভিনেতা, চলচ্চিত্রশিল্পী ও পরিচালকরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই কাতারে আছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদও। ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সঠিক মনে করছেন তিনি।

 

ফারুকীকে নিয়ে নিজের ফেসবুকে প্রিন্স লেখেন, ‘‘ফারুকী একদম ঠিক আছে। এই মুহূর্তে ওকেই দরকার। ‘সূর্য ঠিকই এসে গড়াগড়ি খায় তোমার কোলে বারান্দায়’। একটা নতুন শুরু...।

’’

 

তার পোস্টের নিচে অনেকেই শুভ কামনা জানিয়েছেন ফারুকীকে। প্রশংসা করেছেন প্রিন্স মাহমুদেরও।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরো চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন।