আবারও হত্যার হুমকি পেলেন বলিউড মেগাস্টার সালমান খান। সোমবার (৩ নভেম্বর) মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি বার্তা আসে। সেখানে ৫ কোটি টাকার দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, সোমবার মধ্য়রাতে মেসেজের মাধ্য়মে হুমকি দেওয়া হয়। মেসেজটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই পাঠিয়েছেন বলে দাবি করা হয়। সেখানে বলা হয়, ‘প্রাণে বাঁচতে চাইলে বিষ্ণোই মন্দিরে গিয়ে পুজা দিতে হবে সালমান খানকে।
নতুন করে হুমকি বার্তা পাওয়ার পর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
এর আগে ২৫ অক্টোবর সালমান খানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।
গত ১২ অক্টোবর ভারতের সাবেক রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরইমধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।