টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন স্মৃতি ইরানি। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ধারাবাহিক থেকে তিনি প্রতিটি ঘরে ঘরে পরিচিতি পান। এরপর রাজনীতিতে পুরোদমে মনোনিবেশ। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন এই রাজনীতিবিদ-অভিনেত্রী। শোনা যাচ্ছে, আবারও টেলিভিশনে প্রত্যাবর্তন করছেন স্মৃতি ইরানি। রূপালি গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’ সিরিয়ালে দেখা যাবে তাকে!

 

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা।’ বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে।

এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব খান্না। 

 

পর্দায় ‘অনুপমা’র জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল।

জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী ‘অনুপমা’, এই নিয়েই গল্প। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র অনুকরণে তৈরি এই ধারাবাহিক। বাঙালি দর্শকের কাছে যেমন বিপুল জনপ্রিয়তা‌ পেয়েছিল এই ধারাবাহিক, তেমনই গোটা দেশে ছড়িয়ে পড়েছে অনুপমার গল্প। পারিবারিক জীবনের নানা অধ্যায় ফুটে ওঠে এই ধারাবাহিকে। তাই প্রতিনিয়ত গল্পে আসতে থাকে নিত্যনতুন টুইস্ট।
এবার এই ধারাবাহিকের নতুন চমক হিসাবে আসছেন স্মৃতি। 

 

সম্প্রতি, অনুপমা সিরিয়াল থেকে রূপালি সরে দাঁড়িয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এর পেছনে যদিও কারণ হিসেবে বলা হয়েছিল গল্পে অযাচিত কিছু মোড়। মুম্োই সংবাদমাধ্যম সূত্রে খবর রয়েছে, স্মৃতিকে পরবর্তী অংশে দেখা যাবে। 

আবার শোনা যাচ্ছে অনুপমার সঙ্গে স্মৃতির একটি বিশেষ ক্যামিও থাকবে। যেখানে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের দুই সফল অভিনেত্রীকে। তবে এ বিষয়ে স্মৃতি বা নির্মাতারা এখনও মুখ খোলেননি। এমনকী স্মৃতির অভিনীত চরিত্র সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি চ্যানেলের পক্ষ থেকেও।