তরুণ সংগীতশিল্পী কর্ণিয়া। নিয়মিত গান করছেন। গানের জন্য ছুটছেন দেশ-বিদেশ। অবসর পেলে চীন কিংবা জাপানে ঘুরে বেড়াতে পছন্দ করেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

তবে এবার প্রথম দক্ষিণ কোরিয়া গেলেন, তা-ও আবার একটি কনসার্টে অংশ নিতে। ১৩ অক্টোবর দেশটিতে বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে গাইবেন তিনি। গতকাল দুপুরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন নিজের ব্যান্ড ‘কর্ণিয়া উইথ গ্যাং’ নিয়ে।

 

সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমরাই পারফর্ম করব।

এ ছাড়া নেপাল, ভুটান, কম্বোডিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়াসহ ২৪টি দেশের শিল্পীরা এই আয়োজনে পারফর্ম করব। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই খুশি। আশা করছি, দারুণ একটি অভিজ্ঞতা হবে।