আজ রাত ১২টা থেকে ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গেল ঈদে। মুক্তির পর থেকেই এটি দেখতে দর্শকরা ভিড় করেন সিনেমা হলে। সিনেমাটি আজ রাত ১২টা ওটিটি প্ল্যাটফরম হইচইসহ দেশের আরো একটি প্ল্যাটফরমে মুক্তি পাবে।
তবে একই সঙ্গে জানা গেল, শাকিব খানের স্ত্রী অভিনেত্রী শবনম বুবলী অভিনীত একটি ছবিও দেখা যাচ্ছে আরেক ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। ‘ক্যাসিনো’ নামে এই ছবিটি মুক্তি পেয়েছিল গত বছরের জুনে।
জানা গেছে, দেশের ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে দেখা যাচ্ছে সিনেমাটি। মাত্র ৫০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করলেই অ্যাপটিতে সিনেমাটি দেখা যাচ্ছে।
অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হওয়া ক্রাইম থ্রিলার ঘরানার ‘ক্যাসিনো’ সম্প্রতি মুক্তি পেয়েছে বঙ্গতে।
সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।