কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর সিং। দীপিকার সন্তান জন্মদানে উচ্ছ্বসিত লাখো অনুরাগী।
জানা গেছে, ওই হাসপাতালের মালিক মুকেশ ও নীতা অম্বানি। সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে।
ধারনা করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। সন্তানের বাবা হবার পর এখন পর্যন্ত রণবীর সিংয়ের দেখা মেলেনি।
আম্বানিদের সঙ্গে বরাবরই রণবীর-দীপিকার সম্পর্ক ভাল। আম্বানি পরিবারের যেকোন অনুষ্ঠানে সবার আগে হাজির থাকতে দেখা যায় এই জুটিকে।
‘রামলীলা’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় কাজ করেছেন দীপিকা ও রণবীর সিং। পর্দার জুটি একসময় বাস্তবেও প্রেমে পড়েন। তারপর বিয়ে। অবশেষে প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজন।