NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে হাসপাতালে ছুটলেন মুকেশ আম্বানি


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০০ এএম

দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে হাসপাতালে ছুটলেন মুকেশ আম্বানি

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর সিং। দীপিকার সন্তান জন্মদানে উচ্ছ্বসিত লাখো অনুরাগী।

শুভেচ্ছায় সিক্ত করেছেন সহকর্মী তারকারা। এমনকী এই জুটির প্রথম সন্তানকে দেখতে হাসপাতালে ছুটে যান ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি।

 

জানা গেছে, ওই হাসপাতালের মালিক মুকেশ ও নীতা অম্বানি। সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে।

কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন তিনি। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি। 

 

ধারনা করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। সন্তানের বাবা হবার পর এখন পর্যন্ত রণবীর সিংয়ের দেখা মেলেনি।

তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গেছে রণবীরের দিদি রিতিকা ভবানীকে। সোমবার বিকেলে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

 

আম্বানিদের সঙ্গে বরাবরই রণবীর-দীপিকার সম্পর্ক ভাল। আম্বানি পরিবারের যেকোন অনুষ্ঠানে সবার আগে হাজির থাকতে দেখা যায় এই জুটিকে।

আম্বানিদের মালিকানাধীন হাসপাতালেই জন্ম হয়েছে এই দম্পতির প্রথম সন্তান। তাই মুকেশ আম্বানিও ছুটে গেলেন সদ্যভুমিষ্ঠ তারকাসন্তানকে। 

 

‘রামলীলা’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় কাজ করেছেন দীপিকা ও রণবীর সিং। পর্দার জুটি একসময় বাস্তবেও প্রেমে পড়েন। তারপর বিয়ে। অবশেষে প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজন।