একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্র দত্ত হঠাৎ করেই হারিয়ে যান গ্ল্যামার জগত থেকে। অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে অভিনেত্রী অনেকবারই ইঙ্গিত করেছেন বলিউডের অন্ধকার জগতের। যেখানে যৌন হেনস্থা একটি বিষাদময় অধ্যায় ছিল তার জন্য।
এর আগে ভারতে ‘মি-টু’ আন্দোলন শুরু হয়েছিল তনুশ্রী দত্তের হাত ধরেই।
‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ, শুটিংয়ের সময় ছোট পোশাক পরতে হত, কিন্তু শট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। পরিচালককে নিয়ে তনুশ্রী দত্ত’র এমন মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
২০০৫ সালে ‘চকলেট’ সিনেমার শুটিংয়ের সময় বিবেক তাকে হেনস্থা করতেন বলে দাবি করেন তনুশ্রী।
অভিনেত্রী বলেন, “ভ্যানিটি ভ্যানে শিল্পীদের আশ্রয় নেওয়াই দস্তুর। বিশেষ করে, আমাকে যে ধরনের পোশাক পরতে দেওয়া হত, ছোট পোশাক যেমন হয়।
তনুশ্রী দত্ত আরো বলেন, “একদিন পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম, তাতে উনি আমার উপর চিৎকার করেন, পেশাদার নই বলে অভিযোগ করেন। কিন্তু আমি যখন সেটে পৌঁছতাম, আলো পর্যন্ত লাগানো হয়ে উঠত না। কিছুই রেডি থাকত না, যেমনটা হয় আর কী! কিন্তু একদিন পাঁচ মিনিট দেরিতে পৌঁছনোর জন্য ওই ব্যবহার করেন। আমি এসেছি কি না, তা দেখতেই সেটে ঢুঁ মারতেন উনি।”
তনুশ্রীর এমন অভিযোগ নিয়ে কখনো প্রতিক্রিয়া জানাননি বিবেক অগ্নিহোত্রী। তবে সেই সাক্ষাৎকারের ভিডিওটি রেডিটে নতুন করে ভাইরাল হয়েছে। বর্তমানে আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যায় গোটা দেশে প্রতিবাদ চলছে। এমন সময়ই তনুশ্রীর এমন অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ায় বিবেকের সমালোচনায়ও ব্যস্ত হয়েছেন অনেকে। তিরস্কার করছেন অনুরাগীরাও।