NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

তনুশ্রীর বিস্ফোরক অভিযোগে আলোচনায় বিবেক অগ্নিহোত্রী


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৫ এএম

তনুশ্রীর বিস্ফোরক অভিযোগে আলোচনায় বিবেক অগ্নিহোত্রী

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্র দত্ত হঠাৎ করেই হারিয়ে যান গ্ল্যামার জগত থেকে। অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে অভিনেত্রী অনেকবারই ইঙ্গিত করেছেন বলিউডের অন্ধকার জগতের। যেখানে যৌন হেনস্থা একটি বিষাদময় অধ্যায় ছিল তার জন্য। 

এর আগে ভারতে ‘মি-টু’ আন্দোলন শুরু হয়েছিল তনুশ্রী দত্তের হাত ধরেই।

অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। অনেক নারীই স্বতঃস্ফূর্তভাবে ‘মি-টু’ আন্দোলনে যোগ দিয়েছিলেন তারপর। কর্মক্ষেত্রে মেয়েরা কীভাবে হেনস্তার শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন, সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের ধর্ষণকাণ্ডের পর আবারও সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ধর্ষনকাণ্ডে উত্তাল গোটা দেশ।
এমন সময় সামাজিক মাধ্যমে তনুশ্রী দত্তের একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

 

‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ, শুটিংয়ের সময় ছোট পোশাক পরতে হত, কিন্তু শট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। পরিচালককে নিয়ে তনুশ্রী দত্ত’র এমন মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। 

২০০৫ সালে ‘চকলেট’ সিনেমার শুটিংয়ের সময় বিবেক তাকে হেনস্থা করতেন বলে দাবি করেন তনুশ্রী।

২০১৮ সালে একটি ইন্টারভিউতে এসে এমনটাই জানান অভিনেত্রী। তনুশ্রী জানান, ভ্যানিটি ভ্যানে তাকে যেতে দিতেন না বিবেক। ছোট পোশাকে সকলের সামনে বসে থাকতে বাধ্য করতেন। 

 

অভিনেত্রী বলেন, “ভ্যানিটি ভ্যানে শিল্পীদের আশ্রয় নেওয়াই দস্তুর। বিশেষ করে, আমাকে যে ধরনের পোশাক পরতে দেওয়া হত, ছোট পোশাক যেমন হয়।

শুটিংয়ের ফাঁকে আমি ছোট পোশাকের উপর রোব পরে বসতাম। উনি বলতেন- খুলে ফেল, এখুনি শট হবে। ছোট স্কার্টে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করতেন উনি।”

 

তনুশ্রী দত্ত আরো বলেন, “একদিন পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম, তাতে উনি আমার উপর চিৎকার করেন, পেশাদার নই বলে অভিযোগ করেন। কিন্তু আমি যখন সেটে পৌঁছতাম, আলো পর্যন্ত লাগানো হয়ে উঠত না। কিছুই রেডি থাকত না, যেমনটা হয় আর কী! কিন্তু একদিন পাঁচ মিনিট দেরিতে পৌঁছনোর জন্য ওই ব্যবহার করেন। আমি এসেছি কি না, তা দেখতেই সেটে ঢুঁ মারতেন উনি।” 

তনুশ্রীর এমন অভিযোগ নিয়ে কখনো প্রতিক্রিয়া জানাননি বিবেক অগ্নিহোত্রী। তবে সেই সাক্ষাৎকারের ভিডিওটি রেডিটে নতুন করে ভাইরাল হয়েছে। বর্তমানে আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যায় গোটা দেশে প্রতিবাদ চলছে। এমন সময়ই তনুশ্রীর এমন অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ায় বিবেকের সমালোচনায়ও ব্যস্ত হয়েছেন অনেকে। তিরস্কার করছেন অনুরাগীরাও।