বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিজের ঠোঁটকাটা বক্তব্যের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি কঙ্গনা একজন রাজনীতিবিদ। এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডির নবনির্বাচিত সদস্য তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তার এই দ্বৈত ভূমিকার ভারসাম্য রক্ষার লড়াই নিয়ে নানা কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য হলে তাকে অনেকটা দায়িত্ব নিতে হয়, বলা ভালো অনেক মানুষের দায়িত্ব নিতে হয়। তারপর আমি যে লোকসভার সংসদ সদস্য সেখানে বন্যা হয়েছে, তাই আমি সব জায়গায় আছি।
কঙ্গনার মতে, সংসদীয় অধিবেশনগুলিতে তার উপস্থিতি খুবই প্রয়োজনীয়। তাই এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ করা কঠিন হয়ে উঠছে।
সাক্ষাৎকারে কঙ্গনা তার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়েও কথা বলেন। এতে তাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এর জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস তার সমালোচনাও করেছেন।
সম্প্রতি বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করে আলোচনায় উঠে আসেন এই নায়িকা। তার মতে, শেখ হাসিনা ভারতে নিরাপদ রয়েছেন। ভারতে তার এই রাজনৈতিক আশ্রয়ে কঙ্গনা খুশি। ভারত সবার আশ্রয়ের জন্য উদার এবং নিরাপদ স্থান বলেও উল্লেখ করেন অভিনেত্রী।