NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

রাজনীতি সামলাতে গিয়ে অভিনয়ে ব্যাঘাত কঙ্গনার!


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৪, ০৩:৪০ এএম

রাজনীতি সামলাতে গিয়ে অভিনয়ে ব্যাঘাত কঙ্গনার!

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিজের ঠোঁটকাটা বক্তব্যের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি কঙ্গনা একজন রাজনীতিবিদ। এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডির নবনির্বাচিত সদস্য তিনি।

রাজনীতি ও বিনোদন দুই জগৎকে একসঙ্গে সামলানো তার পক্ষে সত্যি একটি বড় চ্যালেঞ্জ ছিল, এমনটাই জানালেন অভিনেত্রী।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তার এই দ্বৈত ভূমিকার ভারসাম্য রক্ষার লড়াই নিয়ে নানা কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য হলে তাকে অনেকটা দায়িত্ব নিতে হয়, বলা ভালো অনেক মানুষের দায়িত্ব নিতে হয়। তারপর আমি যে লোকসভার সংসদ সদস্য সেখানে বন্যা হয়েছে, তাই আমি সব জায়গায় আছি।

আমাকে হিমাচল যেতে হবে এবং দেখতে হবে যে সবটা সঠিক ভাবে হচ্ছে কি না। আমার সিনেমার কাজ এতে কিছুটা ব্যাহত হচ্ছে। আমার অনেক প্রজেক্ট আটকে আছে। আমরা শুটিংও শুরু করতে পারছি না।
’ 

 

কঙ্গনার মতে, সংসদীয় অধিবেশনগুলিতে তার উপস্থিতি খুবই প্রয়োজনীয়। তাই এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ করা কঠিন হয়ে উঠছে।

সাক্ষাৎকারে কঙ্গনা তার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়েও কথা বলেন। এতে তাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এর জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস তার সমালোচনাও করেছেন।

সাক্ষাৎকারে সেই সমালোচনার জবাবও দিয়েছিলেন তিনি। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত অত্যন্ত বিতর্কিত ২১ মাসের সময়কালকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় ভারতজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তিনি জরুরি অবস্থাকে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই সিনেমাকে শক্তির প্রতীক এবং এর করুণ পরিণতি হিসেবে দেখেন বলেন বর্ণনা করেছেন। অভিনেত্রী বলেন, ‘তাঁর (ইন্ধিরা গান্ধী) জীবন ছিল শেক্সপিয়রীয় ট্র্যাজেডি।’

 

সম্প্রতি বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করে আলোচনায় উঠে আসেন এই নায়িকা। তার মতে, শেখ হাসিনা ভারতে নিরাপদ রয়েছেন। ভারতে তার এই রাজনৈতিক আশ্রয়ে কঙ্গনা খুশি। ভারত সবার আশ্রয়ের জন্য উদার এবং নিরাপদ স্থান বলেও উল্লেখ করেন অভিনেত্রী।