দীর্ঘ ১৬ বছর পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি–বিষয়ক উপন্যাস নীল জোছনার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ‘নীল জোছনা’। এতে শাওনের বিপরীতে দেখা যাবে গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়াকে।
শাওনকে সর্বশেষ দেখা গেছে ২০০৮ সালে হুমায়ুন আহদেমের ‘আমার আছে জল’ ছবিতে।
‘নীল জোছনা’ সিনেমায় শাওনের সঙ্গে দেখা মিলবে গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়াকে।
‘নীল জোছনা’ নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। পার্থ বড়ুয়া ও মেহের আফরোজ শাওন ছাড়াও নীল জোছনায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, কলকাতার পাওলি দাম প্রমুখ।