মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সদ্যই নিজের বেবি বাম্প নিয়ে সবার সামনে এসেছেন অভিনেত্রী। সামনে মুক্তি পেতে চলেছে তার আসন্ন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ এতোসব আলোচনার মাঝে নতুন করে আলোচনার তুঙ্গে এই অভিনেত্রী।
সম্প্রতি বলিউড অভিনেত্রীদের আয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। যেখানে দীপিকা পাড়ুকোন ভারতের ২০২৪ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসাবে ঘোষিত হয়েছেন।
অপর দিকে প্রতি সিনেমায় ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ফোর্বসের তালিকায় এর পরেই রয়েছে আলিয়া, ক্যাটরিনা, বিদ্যা বালান, কারিনা কাপুর খানরা।
দীপিকার বলিউড যাত্রা খুব একটা সহজ ছিল না। মডেলিং জগত থেকে সিনেমায় পা দেন তিনি। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ সুপারহিট। তার পর বেশ কয়েকটি ফ্লপের মুখও দেখতে হয়েছে তাঁকে। তবে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে রিল ও রিয়্যাল দুটোতেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন দীপিকা।
দীপিকার ঝুলিতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের চলচ্চিত্র। দীপিকাকে এই মাসের শেষের দিকে প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে ‘কল্কি ২৮৯৮ এডি’তে দেখা যাবে। সঙ্গে রয়েছে রোহিত শেঠির ‘সিংহম ৩’। তবে আপাতত, এসব ভুলে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন রণবীর সিংয়ের স্ত্রী।