ভারতের সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় সবার ওপরেই থাকবে মির্জাপুরের নাম। পর পর দুটি সফল সিজনের পর ভক্তরা মুখিয়ে রয়েছে এর তৃতীয় সিজনের জন্য। কবে আসবে ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’? এই প্রশ্নই ঘুরছিল সিনেমাপ্রেমীদের মনে। নির্মাতারাও একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেওয়ার কথা বলেছেন।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন মুক্তির তারিখ জানিয়েছে নির্মাতারা। আগামী ৫ জুলাই স্ট্রিমিং হবে মির্জাপুর-এর তৃতীয় সিজন।
সম্প্রতি নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও।
মির্জাপুরের প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৬ নভেম্বর। প্রথম সিজনেই বাজিমাত করে সিরিজটি। এরপর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালের অক্টোবরে।