গত ১৯ এপ্রিল হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন। পরদিন ভোর নাগাদ ঘোষনা করা হয়েছে ফলাফল। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
তবে এবারের ভোটের আগে দৃশপট পাল্টে যায়। নিপুরের হাত ছেড়ে দেন ওই সময় সভাপতি পদে তার সঙ্গে যুক্ত হওয়া অভিনেতা ইলিয়াস কাঞ্জন। অনেকটা বাধ্য হয়ে সভাপতি প্রার্থী হিসেবে নিপুনের সঙ্গী হোন অভিনেতা মাহমুদ কলি।
তবে নির্বাচনের আগে সদস্য পদ বাতিল হয়ে যায় শেষ নির্বাচনে নিপুনের প্রতিদ্বন্দী আলোচিত অভিনেতা জায়েদ খানের।
কারণ কী? কালের কন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এই অভিনেতার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইনা। যা বলার সময় মতো বলব। পরে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাই।’
তিনি দাবি করেন শিল্পী সমিতি তার রক্তে মিশে আছে। সারাজীবনই থাকবে। একারণেই নতুন কমিটি শপথ গ্রহণের পরেই কথা বলতে চান তিনি। এসময় তিনি বলেন, ‘নতুন যারা এসেছেন তারা শপথ গ্রহণ করুক। কার্যালয়ে বসুক। তারপর এসব নিয়ে কথা বলব। আপাতত কিছু বলার নেই আমার।’