NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

কেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চুপ জায়েদ খান?


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১০:৪৯ এএম

কেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চুপ জায়েদ খান?

গত ১৯ এপ্রিল হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন। পরদিন ভোর নাগাদ ঘোষনা করা হয়েছে ফলাফল। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

মাত্র ১৬ ভোটের ব্যবধানে হেরে গেছেন দুই বছর আগে নানা কাঠখড় পুড়িয়ে সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ান অভিনেত্রী নিপুন আক্তার। ওই সময় তিনি তার প্রতিদ্বন্দী জায়েদ খানের সঙ্গে ভোটে হেরে গেলেও নানা অনিয়মের অভিযোগ তুলে আদালত অবধি যান। সেখানে তার পক্ষে রায়ও আসে। এ কারণেই তিনি টানা দুই বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তবে এবারের ভোটের আগে দৃশপট পাল্টে যায়। নিপুরের হাত ছেড়ে দেন ওই সময় সভাপতি পদে তার সঙ্গে যুক্ত হওয়া অভিনেতা ইলিয়াস কাঞ্জন। অনেকটা বাধ্য হয়ে সভাপতি প্রার্থী হিসেবে নিপুনের সঙ্গী হোন অভিনেতা মাহমুদ কলি।

তবে নির্বাচনের আগে সদস্য পদ বাতিল হয়ে যায় শেষ নির্বাচনে নিপুনের প্রতিদ্বন্দী আলোচিত অভিনেতা জায়েদ খানের।

হারান ভোটাধিকার। তাই প্রার্থী হওয়া তো দূরের কথা, ভোটও দিতে পারেননি জায়েদ। তবে ভোট দিতে না পারলেও যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই তার কাছের মানুষ। টানা দুই মেয়াদে যখন জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। সেই প্যানেল থেকে একাধিকবার নির্বাচন করেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজলও।
এমনকি নির্বাচিত অন্যান্য সদস্য জায়েদ খানের কাছের মানুষ হিসেবেই সবাই চেনেন। কিন্তু সদ্য শেষ হওয়া নির্বাচন ও নির্বাচিত কমিটি নিয়ে মুখে কুলুপ এটেছেন জায়েদ খান?

 

কারণ কী? কালের কন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এই অভিনেতার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইনা। যা বলার সময় মতো বলব। পরে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাই।’

তিনি দাবি করেন শিল্পী সমিতি তার রক্তে মিশে আছে। সারাজীবনই থাকবে। একারণেই নতুন কমিটি শপথ গ্রহণের পরেই কথা বলতে চান তিনি। এসময় তিনি বলেন, ‘নতুন যারা এসেছেন তারা শপথ গ্রহণ করুক। কার্যালয়ে বসুক। তারপর এসব নিয়ে কথা বলব। আপাতত কিছু বলার নেই আমার।’