গত মার্চের শেষ দিকে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশে আসতে যাচ্ছেন বললেও ঠিক কবে নাগাদ আসবেন- তা উল্লেখ করেননি আতিফ। তবে এবার সেই তারিখও জানিয়ে দিলেন আতিফ আসলাম।
আগামী ১৯ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী।
মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তাঁর ভক্তরা, এমন মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্টবক্স।
আতিফ আসলাম এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ ১১ বছর পর আবারো ঢাকায় পা রাখতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করবেন।