দুই বাংলা জুড়েই এখন আমাদের দেশের অভিনয়শিল্পীদের পদচারনা। তবে শুধু অভিনয়শিল্পী বললে হয়তো ভুল হবে, গান তো পৌঁছে গেছে আরও আগে। তাদের সফলতা যেমন মিলছে, তেমনি মিলছে স্বীকৃতিও। এদিক থেকে এগিয়ে আছেন জয়া আহসান।
আজ ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। বরাবরের মতো নিজের সফলতার ইঙ্গিত দিয়েছেন জয়া আহসান।
তবে ঘটনা এখানেই শেষ নয়। ঢাকার আরও এক অভিনেত্রীকে পাওয়া গেলো এবারের ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায়। তিনি অপি করিম। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
এবার একজন অভিনেতারও জায়গা হয়েছে এই মনোনয়ন তালিকায়। তিনি দুই বাংলার দর্শকদের কাছে প্রিয় মুখ ‘ভাইছা’ খ্যাত সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ছবিতে পাশ্ব চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন এই মনোনয়ন।
এতো গেলো অভিনয়ের খবর। গান দিয়েও মাতিয়ে দিয়েছেন ঢাকার তরুণ শিল্পী মাহতিম শাকিব। ‘চিনি ২’ সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের একটি গান গেয়েছেন। এর জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের তথ্য অনুসারে, আগামী ২৯ মার্চ কলকাতার আইসিটি রয়্যাল বেঙ্গলে জমকালো আয়োজনে এই পুরস্কার দেওয়া হবে।
বলে রাখা ভালো, এর আগে জয়া আহসান তিনবার এই পুরস্কার পেয়েছেন। এবার দেখার পালা তার সঙ্গে ঢাকাবাসির মধ্যে আর কে কে জায়গা কেন নেন এই পুরস্কারের তালিকায়।