আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করে নতুনরূপে আবির্ভূত হয়েছেন আজমেরী হক বাঁধন। এই পরিচালকের নতুন ছবিতে অভিনয় করছেন সারিকা সাবরিন। এই ছবি ও নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন হৃদয় সাহা।
ঈদে মাত্র একটি নাটক
সাদের নাম ঠিক না হওয়া ছবিতে অভিনয়ের জন্য নাটক বা ওটিটির কোনো কনটেন্টে সেভাবে সময় দিতে পারছেন না সারিকা।
ঈদের ‘ইত্যাদি’ মানে সারিকা আছেন
হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বে নিয়মিতভাবে দেখা যায় সারিকাকে। এবারও আছেন। সারিকা বললেন, “আমার ক্যারিয়ারের শুরু থেকেই ঈদের ‘ইত্যাদি’তে অভিনয় করে যাচ্ছি।
ভালো লাগে আমার আমি
অপি করিম, নওশীন, মুনমুনের পর কয়েক বছর ধরে বাংলাভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন সারিকা।
এক লাইনের ‘সত্য’
আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবিটি ওয়েবের জন্য। শোনা যাচ্ছে, শুধু সারিকাই নন, এতে আছেন নাজিফা তুষি ও সাইমন সাদিক। এরই মধ্যে নাকি শুটিংও হয়ে গেছে। সারিকাও বিস্তারিত বললেন না, শুধু বললেন, ‘আমি করছি, এটা সত্য। এর বাইরে আর কিছুই বলতে পারব না, মানা আছে। ঘোষণা আসুক, তখন বিস্তারিত বলব।’