বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, বলিউড সুপারস্টারের অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ভারতীয় একাধিক প্রতিবেদন অনুসারে, কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বিকে হাসপাতালে আনা হয়।
শুক্রবার (১৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অভিনেতা। যেখানে তিনি লেখেন, ‘আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ।’ কিন্তু অভিনেতার এই পোস্টের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
২০২৩ সালের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
অমিতাভকে সামনে দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ চলচ্চিত্রে। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন।