গেল বছরের ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে হয় নবদম্পতিকে। কারণ অভিনেতার বর্তমান স্ত্রী গায়ক অনুপমের রায়ের প্রাক্তন পত্নী। তাঁদের বিয়ের মাস তিনেক পেরোতে না পেরোতেই পরমব্রতর প্রাক্তন স্বস্তিকা মুখার্জির সঙ্গে সন্ধি করলেন পিয়া!

অতীতে একাধিক সম্পর্কে ছিলেন পরমব্রত।

তা নিয়ে তিনি কখনো লুকোছাপা করেননি। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে সম্পর্কে ছিলেন পরমব্রত। তবে সেই সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি। কিন্তু এর পরে পরমব্রত তাঁর বিদেশি বান্ধবী ইকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন।
কয়েক বছর আগে দুজনের সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে পরমব্রত খোলাখুলি কথাও বলেছিলেন।

 

অবশেষে পিয়ার সঙ্গে ঘর বাঁধেন পরমব্রত। এর মাঝেই স্বস্তিকার আগমন।

যদিও এর মাঝে এক পার্টিতে অভিনেতার সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় স্বস্তিকাকে।

 

গতকাল পরমের স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আয়, বেঁধে বেঁধে থাকি।’ পাল্টা পিয়াও লেখেন, ‘আমরা চঞ্চল আমরা অদ্ভুত।’

আসলে প্রেম ভাঙা মানেই যে বিচ্ছেদ, যোগাযোগ বন্ধ, তিক্ততা জিইয়ে রাখা―এসবে বিশ্বাসী নন অভিনেত্রী।  মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, “পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভালো সময়টাই মনে পড়ে।

সেই জন্য হয়তো সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে, ‘ভালো থাকিস’। ও-ও বলল, বাড়িতে ডাকবে। পিয়া চক্রবর্তীকে আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভালো লাগে ওকে। পরমকে বললাম, ‘ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব’।”