গেল বছরের ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে হয় নবদম্পতিকে। কারণ অভিনেতার বর্তমান স্ত্রী গায়ক অনুপমের রায়ের প্রাক্তন পত্নী। তাঁদের বিয়ের মাস তিনেক পেরোতে না পেরোতেই পরমব্রতর প্রাক্তন স্বস্তিকা মুখার্জির সঙ্গে সন্ধি করলেন পিয়া!
অতীতে একাধিক সম্পর্কে ছিলেন পরমব্রত।
যদিও এর মাঝে এক পার্টিতে অভিনেতার সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় স্বস্তিকাকে।
গতকাল পরমের স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আয়, বেঁধে বেঁধে থাকি।’ পাল্টা পিয়াও লেখেন, ‘আমরা চঞ্চল আমরা অদ্ভুত।’
আসলে প্রেম ভাঙা মানেই যে বিচ্ছেদ, যোগাযোগ বন্ধ, তিক্ততা জিইয়ে রাখা―এসবে বিশ্বাসী নন অভিনেত্রী। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, “পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভালো সময়টাই মনে পড়ে।