নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা ‘কাজলরেখা’। খুব যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। তবে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা ছিল।
গতকাল প্রকাশ পেয়েছে ‘হলুদ রে তুই’ শিরোনামের গানটি। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মন্ডল ও হুমায়রা ঈশিকা।
‘কাজলরেখা’ সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে বলে জানা গেছে। ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী।