গল্পটি এমন- নজর মিয়া প্রায় ২০০ বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। তবে শামীম লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া।
এমন গল্প নিয়ে বিটিভির জন্য নির্মিত হয়েছে সাপ্তাহিক নাটক ‘দম ফুরাইলে ঠুস’।