নতুন বছরটা নতুন ভাবেই শুরু করেছেন অভিনেতা জায়েদ খান। চলতি মাসের শুরুতেই খবর দিয়েছেন নতুন গাড়ি কিনেছেন এই অভিনেতা। এবার খবর দিলেন খুব শিগগিরই দেশ ছাড়ছেন এই অভিনেতা। সারা বছর বিভিন্ন দেশ ঘুরে বেড়াবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনেতা বলেন, ১০ বছরের কানাডা ভিসা সহ পাসপোর্ট আজকে হাতে পেলাম।
অভিনেতা জানালেন, আগামী ফেব্রুয়ারিতে দুবাই যাবেন এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনীতে শো করবেন। বললেন, লন্ডনেও আমন্ত্রণ আছে।
প্রবাসীরা তার নাচ, কথাবার্তা, কর্মকাণ্ডে ভীষণ মজা পান জানিয়ে জায়েদ বলেন, আমি তো প্রবাসীদের ভালোবাসার টান ও আমন্ত্রণে সফরে যাই। হাজার হাজার প্রবাসী আমাকে দেখতে আসে। তাদের কাছে গেলে কী যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না।
এছাড়াও এই নায়ক জানান, এই বছরে বিশ্ব ভ্রমণে বের হবেন। সে পরিকল্পনা আগেই করে রেখেছেন।
এদিকে, চলতি বছরে মুক্তি পাবে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি প্রসঙ্গে জায়েদ বলেন, “আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’।