বলিউডের অন্যতম গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এই পরিচালকের ঝুলিতে রয়েছে একের পর এক হিট চলচ্চিত্র। দীর্ঘ ক্যারিয়ারে বহু প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে বানিয়েছেন এমন সব চলচ্চিত্র যা সময়ের সঙ্গে সঙ্গে পেয়েছে ক্লাসিক তকমা। প্রেম, বিরহ, ঐতিহাসিক প্রেক্ষাপটে দুর্দান্ত সব চলচ্চিত্র উপহার দিয়েছেন সঞ্জয়।
সঞ্জয়ের সর্বশেষ চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ও বেশ ব্যবসাসফল ছিল। সিনেমাটি জাতীয় পুরস্কারসহ একাধিক পুরস্কার ঘরে তুলেছে।
আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বানসালির নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর, আলিয়া ভাটসহ একাধিক তারকা।
তবে মাল্টিস্টারার সিনেমার গুঞ্জন জোরেশোরে শোনা গেলেও সঞ্জয় এই বিষয়ে এখনো কিছু জানাননি। নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে আপাতত চুপ রয়েছেন নির্মাতা।
তবে এর আগেই একঝাঁক তারকা নিয়ে ওটিটিতে হাজির হচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। এক ফ্রেমে নিয়ে এসেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখকে। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন এইসব তারকাদের নিয়েই। সেই ওয়েব সিরিজের নাম ‘হীরামান্দি।’ ২০২৪ সালে প্রকাশিত হবে এটি। এরপরই মাল্টিস্টারার সিনেমা দিয়ে নতুন করে ভক্তদের চমকে দিতে যাচ্ছেন বানসালি তা বলাই যায়। ভক্তরাও রয়েছেন তাঁর ঘোষণার অপেক্ষায়।