NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

এক ঝাঁক তারকা নিয়ে সিনেমা বানাবেন বানসালি


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ১০:২৭ পিএম

এক ঝাঁক তারকা নিয়ে সিনেমা বানাবেন বানসালি

বলিউডের অন্যতম গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এই পরিচালকের ঝুলিতে রয়েছে একের পর এক হিট চলচ্চিত্র। দীর্ঘ ক্যারিয়ারে বহু প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে বানিয়েছেন এমন সব চলচ্চিত্র যা সময়ের সঙ্গে সঙ্গে পেয়েছে ক্লাসিক তকমা। প্রেম, বিরহ, ঐতিহাসিক প্রেক্ষাপটে দুর্দান্ত সব চলচ্চিত্র উপহার দিয়েছেন সঞ্জয়।

এবার বড় ধরনের এক প্রজেক্ট হাতে নিতে চলেছেন সঞ্জয়। শোনা যাচ্ছে, গোটা ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েই তৈরি করতে চলেছেন এক মেগা চলচ্চিত্র। 

 

সঞ্জয়ের সর্বশেষ চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ও বেশ ব্যবসাসফল ছিল। সিনেমাটি জাতীয় পুরস্কারসহ একাধিক পুরস্কার ঘরে তুলেছে।

২০২৪ সালেও বড় চমক দিতে চলেছেন পরিচালক। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, নিজের আসন্ন সিনেমায় অনুরাগীদের জন্য বিশাল সারপ্রাইজ রাখতে চলেছেন বানসালি। বিশাল তারকাবহর নিয়ে নির্মান করতে চলেছেন প্যান ইন্ডিয়ান এক চলচ্চিত্র। 

 

আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বানসালির নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর, আলিয়া ভাটসহ একাধিক তারকা।

থাকছেন দক্ষিণেরও জনপ্রিয় সব তারকা। সিনেমাটিতে আল্লু অর্জুনকেও কাস্ট করা হবে বলে শোনা যাচ্ছে। এতে দেখা যাবে একাধিক প্যান ইন্ডিয়ান অভিনেতাকে। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের নিয়ে এই সিনেমা নির্মাণ করবেন তিনি। আরো শোনা যাচ্ছে, কলকাতা থেকেও থাকতে পারেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী।
 

 

তবে মাল্টিস্টারার সিনেমার গুঞ্জন জোরেশোরে শোনা গেলেও সঞ্জয় এই বিষয়ে এখনো কিছু জানাননি। নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে আপাতত চুপ রয়েছেন নির্মাতা।

1
বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্দি’

তবে এর আগেই একঝাঁক তারকা নিয়ে ওটিটিতে হাজির হচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। এক ফ্রেমে নিয়ে এসেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখকে। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন এইসব তারকাদের নিয়েই। সেই ওয়েব সিরিজের নাম ‘হীরামান্দি।’ ২০২৪ সালে প্রকাশিত হবে এটি। এরপরই  মাল্টিস্টারার সিনেমা দিয়ে নতুন করে ভক্তদের চমকে দিতে যাচ্ছেন বানসালি তা বলাই যায়। ভক্তরাও রয়েছেন তাঁর ঘোষণার অপেক্ষায়।