জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে আজ। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন এই অভিনেত্রী। এর আগে গত ১০ জানুয়ারি তাঁর বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আব্দুন নূর সজল।
ভিডিওতে দেখা যায়, সজল মৌসুমীকে উদ্দেশ্য করে বলছেন আমি তোকে দিবো সব থেকে বড় উপহার। তারপর পকেট থেকে দুই টাকার একটি কয়েন বের করলেন অভিনেতা।
পরে অবশ্য সজল আরও এক হাজার টাকা দেন। মৌসুমী খুশি হয়ে বলেন, এক হাজার দুই টাকা। এরপর সজল মৌসুমী ও তার বরকে মিষ্টিমুখ করান।
মৌসুমী হামিদের বরের নাম আবু সাইয়িদ রানা। রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। দীর্ঘদিনের প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করছেন এই জুটি। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিয়ে করার পরিকল্পনা আরো দেরিতে ছিল। কিন্তু হুট করে পরিবার থেকে বলেছে বিয়ে করতে হবে, বিয়ে করে ফেলো। তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে নিয়ে আমার খুব সুন্দর পরিকল্পনা ছিল। কিন্তু এমন হুটহাট সব হয়ে গেল, কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারিনি। খুব স্বল্প আয়োজনে বাসাতেই বিয়ে হচ্ছে।’