দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের খান পরিবারের অন্যতম অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। সালমান খানের ছোট ভাই ৫৬ বছর বয়সে এসে দ্বিতীয়বারের মতো জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মেকআপ আর্টিষ্ট শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।
আরবাজ খানের বিয়েতে ভাই সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়।
সাবেক স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়া আন্দ্রিয়ানির সাথে সম্পর্কে জড়ান আরবাজ খান। তবে সম্প্রতি সেই সম্পর্কেরও ইতি টেনেছেন দুজন।
আরবাজের স্ত্রী শুরা খান একজন বলিউড মেকআপ শিল্পী।
আরবাজ খান ও মালাইকা আরোরা ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের পর দুজনে ২০১৬ সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। দুজনের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে যার নাম আরহান।