দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের খান পরিবারের অন্যতম অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। সালমান খানের ছোট ভাই ৫৬ বছর বয়সে এসে দ্বিতীয়বারের মতো জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মেকআপ আর্টিষ্ট শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।
আরবাজ খানের বিয়েতে ভাই সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়।