দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম যেন ‘ওপেন সিক্রেট’। তাঁদের সম্পর্ক নিয়ে বিনোদন জগতে চলে বিস্তর আলোচনা। অনেকের বিশ্বাস, তাঁরা চুপিসারে প্রেম করছেন। যদিও দুই তারকা বরাবরই সম্পর্কে থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডির ‘অ্যনিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছে রাশমিকাকে। ছবিটি বক্স অফিসে হিট। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৯০০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে এই ছবি।
অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে রাশমিকার ইশারা কার দিকে, তা বুঝতে ভক্তদের বাকি নেই।
নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাঁদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি।