যমজ পুত্রসন্তানের মা হয়েছেন একসময়ের নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিমু যমজ পুত্রসন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সুমাইয়া শিমুর মা হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু।
শিমুকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য।
সুমাইয়া শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মা লায়লা রহমান একজন গৃহিণী।
শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। কাজের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন তিনি। ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।