NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু

যমজ পুত্রসন্তানের মা হয়েছেন একসময়ের নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিমু যমজ পুত্রসন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সুমাইয়া শিমুর মা হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু।

 
এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। শিমু সম্প্রতি যমজ পুত্রসন্তানের মা হয়েছে ৮ নভেম্বর।’

 

শিমুকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য।

 
সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ আর তোমার জন্যে ভালোবাসা। অনেক ভালোবাসি।’

 

1
যমজ সন্তানের সঙ্গে অভিনেত্রী সুমাইয়া শিমু

সুমাইয়া শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মা লায়লা রহমান একজন গৃহিণী।

 
শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। কাজের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন তিনি। ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।