হঠাৎ করেই একটি ভিডিও ইন্টারনেটে বেশ তোলপাড় তুলেছে। ভিডিওটি রাশ্মিকা মান্দানার বলা হলেও, আসলে এটি একটি ফেক ভিডিও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এই ভিডিওটি বেশ চমকে দিয়েছে সবাইকে। তাই ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
ভিডিওটি ইন্টারনেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে, যে আলোচনা জারা প্যাটেলেরও নজর এড়ায়নি।
ইনস্টাগ্রামে জারা লেখেন, ‘এটা আমার নজরে এসেছে যে কেউ আমার শরীর এবং একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রীর মুখ ব্যবহার করে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে।
জারা প্যাটেল একজন ব্রিটিশ-ভারতীয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।
এদিকে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা রাশ্মিকার সেই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে, এমনকি বিনোদন অঙ্গনেও। ভিডিওটি প্রসঙ্গে অমিতাভ বচ্চনও রাশ্মিকার পাশে দাঁড়িয়েছেন। পরামর্শ দিয়েছেন আইনি পদক্ষেপ নিতে। এই ফেক ভিডিওর কারণে হতাশাগ্রস্ত রাশ্মিকার পাশে দাঁড়িয়েছেন অন্য তারকারাও। নাগা চৈতন্য, ম্রুনাল ঠাকুরের মতো তারকা সামাজিক মাধ্যমে মতামত ব্যক্ত করে রাশ্মিকার সমর্থনে আওয়াজ তুলেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লিফটের ভেতরে কালো শর্ট পোশাকে প্রবেশ করছেন অভিনেত্রী রাশ্মিকা। হাসিমুখে লিফটের দরজা দিয়ে ভেতরে ঢোকেন তিনি। তবে তার পোশাক ও আবেদনময়ী উপস্থাপন মেনে নিতে পারেনি ভক্তরা। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, সত্যিই কি এটি রাশ্মিকার ভিডিও? এরপর ভিডিওটি ভাইরাল হতে থাকে। অবশেষে আসল ভিডিওটি কার, সে সত্যও উন্মোচিত হয় দ্রুতই। এর পর থেকেই রাশ্মিকা ভক্তরা অভিনেত্রীকে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সূত্র : ইন্ডিয়া টুডে