NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

রাশ্মিকার নয়, ভিডিওটি জারা প্যাটেলের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ এএম

রাশ্মিকার নয়, ভিডিওটি জারা প্যাটেলের

হঠাৎ করেই একটি ভিডিও ইন্টারনেটে বেশ তোলপাড় তুলেছে। ভিডিওটি রাশ্মিকা মান্দানার বলা হলেও, আসলে এটি একটি ফেক ভিডিও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এই ভিডিওটি বেশ চমকে দিয়েছে সবাইকে। তাই ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।

 
তবে মূল ভিডিওটি জারা প্যাটেল নামের এক নারীর, যার সামাজিক মাধ্যমে বেশ বড় রকমের ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি একজন ব্রিটিশ ইনফ্লুয়েন্সার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জারা প্যাটেলের নাম সামনে আসে।

 

ভিডিওটি ইন্টারনেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে, যে আলোচনা জারা প্যাটেলেরও নজর এড়ায়নি।

 
অবশেষে এই ভিডিও সম্পর্কে কথা বললেন জারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে জারা জানান, এ ঘটনায় তিনি নিজেও বিরক্ত। ইন্টারনেটে যা দেখেন তা বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন এই ইনফ্লুয়েন্সার। 

 

1
আসল ভিডিওতে জারা প্যাটেল

ইনস্টাগ্রামে জারা লেখেন, ‘এটা আমার নজরে এসেছে যে কেউ আমার শরীর এবং একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রীর মুখ ব্যবহার করে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে।

 
ডিপফেক ভিডিওর সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং যা ঘটছে তাতে আমি প্রচণ্ড বিরক্ত। আমি সেই নারী ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, যাদেরকে এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যাপারে আরো বেশি ভয়ে থাকতে হয়। অনুগ্রহ করে আপনারা ইন্টারনেটে যা দেখছেন তা যাচাই করুন। ইন্টারনেটে সব কিছুই বাস্তব নয়।’

 

জারা প্যাটেল একজন ব্রিটিশ-ভারতীয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।

 
ইনস্টাগ্রামে তার চার লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। পেশায় জারা প্যাটেল মূলত একজন ডাটা ইঞ্জিনিয়ার।

 

এদিকে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা রাশ্মিকার সেই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে, এমনকি বিনোদন অঙ্গনেও। ভিডিওটি প্রসঙ্গে অমিতাভ বচ্চনও রাশ্মিকার পাশে দাঁড়িয়েছেন। পরামর্শ দিয়েছেন আইনি পদক্ষেপ নিতে। এই ফেক ভিডিওর কারণে হতাশাগ্রস্ত রাশ্মিকার পাশে দাঁড়িয়েছেন অন্য তারকারাও। নাগা চৈতন্য, ম্রুনাল ঠাকুরের মতো তারকা সামাজিক মাধ্যমে মতামত ব্যক্ত করে রাশ্মিকার সমর্থনে আওয়াজ তুলেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লিফটের ভেতরে কালো শর্ট পোশাকে প্রবেশ করছেন অভিনেত্রী রাশ্মিকা। হাসিমুখে লিফটের দরজা দিয়ে ভেতরে ঢোকেন তিনি। তবে তার পোশাক ও আবেদনময়ী উপস্থাপন মেনে নিতে পারেনি ভক্তরা। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, সত্যিই কি এটি রাশ্মিকার ভিডিও? এরপর ভিডিওটি ভাইরাল হতে থাকে। অবশেষে আসল ভিডিওটি কার, সে সত্যও উন্মোচিত হয় দ্রুতই। এর পর থেকেই রাশ্মিকা ভক্তরা অভিনেত্রীকে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 

সূত্র : ইন্ডিয়া টুডে