আগামী ১০ নভেম্বর আয়োজন করা হয়েছে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। তবে এই কনসার্টে শুধু প্রথম সিজনের শিল্পীরাই নয়, যোগ দেবেন দ্বিতীয় সিজনের শিল্পীরা। কো স্টুডিও বাংলা কৃতপক্ষের দাবি, শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সাথে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা।
জানা যায়, এবার ১০০জন শিল্পী থাকছে লাইনআপে।
পুরো আয়োজনটি নিয়ে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন, “সারা বাংলাদেশে কোক স্টূডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি এটা সবার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে।’
তথ্য মতে, মূল অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে। সরাসরি দর্শকদের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনই এই আয়োজনের মূল উদ্দেশ্যে। কোকের বোতল ও ক্যান কিনে কনসার্টটি টিকিট পাওয়া যাবে।