NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

১০ নভেম্বর আর্মি স্টেডিয়াম মাতাবেন যারা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৮ এএম

১০ নভেম্বর আর্মি স্টেডিয়াম মাতাবেন যারা

আগামী ১০ নভেম্বর আয়োজন করা হয়েছে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। তবে এই কনসার্টে শুধু প্রথম সিজনের শিল্পীরাই নয়, যোগ দেবেন দ্বিতীয় সিজনের শিল্পীরা। কো স্টুডিও বাংলা কৃতপক্ষের দাবি, শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সাথে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা। 


জানা যায়, এবার ১০০জন শিল্পী থাকছে লাইনআপে।

 
বেশ কয়েকদিন হলো কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজসহ বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে এমন ধারনাই। তবে মূল লাইনআপে করা থাকছেন? এবারের লাইনআপে থাকছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা। এছাড়া আরও থাকবেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। ব্যান্ড হিসেবে থাকবে হাতিরপুল সেশনস, লালন ব্যান্ড এবং আর্টসেল।
 
 

 


পুরো আয়োজনটি নিয়ে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন, “সারা বাংলাদেশে কোক স্টূডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি এটা সবার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে।’
তথ্য মতে, মূল অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 
তবে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খুলবে  দুপুর ১:৩০টায়। গান শোনা ছাড়াও দর্শকদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। 

 


উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে। সরাসরি দর্শকদের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনই এই আয়োজনের মূল উদ্দেশ্যে। কোকের বোতল ও ক্যান কিনে কনসার্টটি টিকিট পাওয়া যাবে।

 
পাশাপাশি অনলাইনেও মিলবেও টিকিট।