আগামী জানুয়ারিতে আসছে রোহিত শেঠি নির্মিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’৷ শনিবার প্রকাশ্যে এসেছে এর নতুন পোস্টার। পোস্টারে দেখা মিলল তিন তারকার। সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে দেখা গেল অ্যাকশন লুকে। ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিওতে মোট সাতটি পর্বে দেখা যাবে সিরিজটি।
অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই সিরিজ নিয়ে দর্শকমহলে উত্তেজনা ছিল প্রথম থেকেই। সিরিজের কিছু প্রমো আর ক্যামেরার পেছনের দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকে সিরিজটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ আরো বেশি দেখা যায়। নতুন পোস্টার প্রকাশ্যে এনে সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিলেন রোহিত শেঠি। ইনস্টাগ্রামে সিরিজের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন এবং আজ আমরা যেখানে, সেখানে আপনারাই পৌঁছে দিয়েছেন ‘সিঙ্ঘম’, ‘সিঙ্ঘম রিটার্নস’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’র মাধ্যমে।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এ পোস্টার শেয়ার করেছেন।
এর আগে এই ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩- অর্থাৎ চলতি বছরের দীপাবলিতে।