কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সশস্ত্র মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সশস্ত্র মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার সার্কিট হাউস মোড়ে প্রকাশ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং। দুই গ্রুপে অন্তত ১০০ জন কিশোর অস্ত্র প্রদর্শন ও ইটপাটকেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একের পর এক ককটেল বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘তিনজনকে আটক করা হয়েছে।