কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সশস্ত্র মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সশস্ত্র মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার সার্কিট হাউস মোড়ে প্রকাশ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং। দুই গ্রুপে অন্তত ১০০ জন কিশোর অস্ত্র প্রদর্শন ও ইটপাটকেল নিক্ষেপ করে।
সিসি ক্যামেরার ফুটেজে বেশ কয়েকজনের হাতে রামদা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একের পর এক ককটেল বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘তিনজনকে আটক করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হচ্ছে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে। তবে এই গ্রুপ দুটির নাম তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।’