লালমনিরহাটের কালীগঞ্জে বিয়েবাড়ি থেকে ফেরার সময় ট্রাকচাপায় মা-ছেলে নিহত ও আহত হয়েছেন বাবা। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিনা খাতুন ও তার দুই বছরের ছেলে রায়হান হাসান। এ ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী মনির হোসেন বাবু।
পুলিশ জানায়, জেলার পাটগ্রাম থেকে বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চাপারতল এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মা-ছেলে ছিটকে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত রিনার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।