লালমনিরহাটের কালীগঞ্জে বিয়েবাড়ি থেকে ফেরার সময় ট্রাকচাপায় মা-ছেলে নিহত ও আহত হয়েছেন বাবা। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিনা খাতুন ও তার দুই বছরের ছেলে রায়হান হাসান। এ ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী মনির হোসেন বাবু।

 
তাদের বাড়ি উপজেলার মহিষামুড়ি এলাকায়।

 

পুলিশ জানায়, জেলার পাটগ্রাম থেকে বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চাপারতল এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মা-ছেলে ছিটকে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত রিনার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

 
স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়েছে।