লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী কাজে গিয়ে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বহরে থাকা একটি গাড়ি ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাতীবান্ধার গড্ডিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আতাউর রহমান আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সরওয়ার আরো অভিযোগ করে, গড্ডিমারী বাজারে থেকে ফিরে আসার সময় স্বতন্ত্র প্রার্থীর বহরে থাকা একটি গাড়ি ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বলায় স্থানীয়দের বাঁধার মুখে পড়েছিলেন।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।