ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নিকট এ প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

এ সময় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি কমিশন চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ‘বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তারা জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর আলোকে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

কমিশনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সে সময় তিনি দেশের মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট হস্তান্তরের সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, অবৈতনিক সদস্য আমিনুল ইসলাম ও কংজরী চৌধুরীসহ মানবাধিকার কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।