ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার এক বার্তায় রাষ্ট্রপ্রধান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানান তিনি।

গতকাল মঙ্গলবার সকালে গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী।

এ অগ্নিকাণ্ডে বঙ্গ মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের কয়েকটি মার্কেটের সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে বলে দাবি করেছে দোকান মালিক সমিতি।