ঢাকা: ডগ স্কোয়াডের সদস্যরা দুর্যোগের উদ্ধারকাজ, নিরাপত্তা নিশ্চিত করা কিংবা অপরাধ তদন্তে সহায়তা করে আসছে অনেক দিন ধরেই। তবে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’। গতকাল সোমবার র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ‘চিতা’কে দেওয়া হলো মহাপরিচালক পদক।
পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাবের ডগ স্কোয়াড সূত্র বলছে, পুরুষ কুকুর চিতার বয়স তিন মাস ২১ দিন। ল্যাব্রাডর জাতের কুকুরটির জন্ম ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারিতে বাংলাদেশে। তার বাবা ও মা যুক্তরাজ্যের। সাত বছর আগে ইংল্যান্ড থেকে তাদের বাংলাদেশে নিয়ে আসে র্যাবের ডগ স্কোয়াড টিম। চিতারা তিন ভাই। তার দুই ভাইয়ের নাম টাইগার ও প্যান্থার।
চিতা নামের কুকুরটি সম্পর্কে জানতে চাইলে র্যাবের ডগ স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল হক গতকাল বিকেলে বলেন, ‘চিতা অনুসন্ধানকাজে প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে র্যাবের ডগ স্কোয়াডে যে ৫৮টি কুকুর আছে তার মধ্যে সে একটু আলাদা।’
র্যাব জানায়, দেশে এই প্রথম কোনো কুকুর সম্মানজনক পদক পেল। এর আগে কখনো কোনো বাহিনীর কুকুর এভাবে সম্মানিত হয়নি। র্যাবের ডগ স্কোয়াডের অন্যান্য কুকুরও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
বিশেষ সাফল্যের জন্যই এ সম্মান পেয়েছে চিতা। গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে কৃতিত্ব দেখিয়েছে চিতা। র্যাব সদস্যদের পাশাপাশি তাদের ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এ কাজে। উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত কুকুর ‘চিতা’ তিনটি মৃতদেহের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এই সাফল্যের জন্যই র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্ব) পদকে ভূষিত হয়েছে চিতা। এর মাধ্যমে দেশের ডগ স্কোয়াডের ইতিহাসে পথিকৃতের কাজ করল সে।
গতকাল রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩-এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে র্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে কৃতী র্যাব সদস্যদের পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে র্যাব সদস্যদের আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পদক পরিয়ে দেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এবার আভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ণ ও সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ র্যাব মহাপরিচালক পদক পেয়েছেন ৮৫ সদস্য। এর মধ্যে এ বছর বিশেষ সম্মাননা (সাহসিকতা) ৩৫ জন ও বিশেষ সম্মান (সেবা) পুরস্কার পেয়েছেন ৫০ র্যাব সদস্য। এরই মধ্যে র্যাব মহাপরিচালক সবাইকে চমকে দিয়ে চিতার পদক পাওয়ার বিষয়টি ঘোষণা করেন। দরবারের সবাই বিষয়টিতে চমত্কৃত হন।