ঢাকা: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা আসন-৫০) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ্য করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শিরীন আক্তার ও ওয়াসিকা আয়শা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে স্বাক্ষর করেন। বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।