সম্প্রতি আলজিয়ার্সে আলজেরিয়া ও বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হয়েছে। এ লক্ষ্যে অনুষ্ঠিত উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন আলজেরিয়ার আইনসভার ডেপুটি স্পিকার মুঞ্জুর বুদেন। এসময় আইনসভার উপস্থিত সদস্যের সাথে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নায়েন মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর আলজিয়ার্স সফরের কথা স্মরণ করে আলজেরিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অর্জিত সফলতার ফলশ্রুতিতে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে যা উভয় দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার জনাব মুঞ্জুর বুদেন দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে সংসদীয় সহযোগিতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। আইনি কাঠামোর ওপর ভিত্তি করে উভয় দেশের উদ্যোগগুলো বাস্তবায়নে জোর দেন তিনি।
আলজেরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান জনাব কুরাইশি কামাল কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য পার্লামেন্টারি সহযোগিতাকে নতুন উপাদান হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জনকূটনৈতিক সম্পর্কের পূর্ণ বিকাশ সম্ভব।
এছাড়াও আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।