ঢাকা: দলের বিভিন্ন বিষয় নিয়ে টানাপড়েনের মধ্যে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রবিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় যান জি এম কাদের। তাঁরা সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন। এ সময় তাঁর সঙ্গে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুও ছিলেন।

 

 

সাক্ষাতের বিষয়ে মহাসচিব চুন্নু গণমাধ্যমকে জানান, সামনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ জন্য রওশন এরশাদকে দাওয়াত দিতে গিয়েছিলেন। রওশন এরশাদ দাওয়াত গ্রহণ করেছেন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন। এ ছাড়া কিছু বিষয়ে আলোচনা হয়েছে।  

এ সময় রওশন এরশাদের ছেলে জাপার যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন। আগামী ১ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।

অবশ্য দলের অন্য নেতারা এই সাক্ষাতের পেছনে রাজনৈতিক তাত্পর্য আছে বলে মনে করছেন। তাঁরা বলছেন, দলের নিয়ন্ত্রণ নিয়ে রওশন ও জি এম কাদেরের বিরোধ দীর্ঘদিনের। তাঁর মান ভাঙাতেই জাপা চেয়ারম্যানের এই উদ্যোগ।