ঢাকা: বাংলাদেশ উপকূলমুখী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয় পৃথক কন্ট্রোলরুম চালু করেছে। সেই সাথে সব ধরনের প্রস্তুতিসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীসহ ১৫ উপজেলায় ২৯০টি মেডিক্যাল টিম প্রস্তুত রেখেছে সিভিল সার্জন কার্যালয়।

 

 

 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিক্যাল টিম কাজ করবে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচটি করে মেডিক্যাল টিম, ৯টি আরবান ডিসপেনসারির অধীন ৯টি টিম ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোলরুম।

এদিকে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ১৫ উপজেলার মধ্যে উপকূলীয় ছয়টি উপজেলায় ৫১১টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে উপকূলীয় লোকজনকে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় ছয় উপজেলায় ২৫মেট্রিক টন চাল, পাঁচ লাখ করে টাকা ও ১৩ হাজার স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। দুর্যোগবিষয়ক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য ০১৩২০১০৮৩৯৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।