রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের শৌচাগার থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা কমলাপুর রেলওয়ে পুলিশের কনস্টেবল আলম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে দুপুরে ১টার দিকে কমলাপুর রেলস্টেশনের বাথরুম থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
কনস্টেবল আলম উদ্দিন আরও জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্ট্রোক করে মারা যেতে পারেন। তবুও তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রযুক্তির সাহায্যে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।